30 April 2011

মোনালিসা এই সময়ে


মোনালিসা ভুবন ভোলানো হাসি দিয়ে জয় করেছেন অসংখ্য ভক্তের হৃদয়। তার এ হাসির রহস্য সম্পর্কে তিনি বলেন, আসলে আমার হাসিটাই এরকম। দর্শকের কাছে আমার কৃতজ্ঞতা এজন্য যে তারা এ হাসি পছন্দ করেন। শুধু হাসি নয়, মোনালিসার কাজও দর্শক কর্তৃক সমাদৃত। অবশ্য টিভি নাটকের কাজ এখন তিনি কমিয়ে দিয়েছেন। তারপরেও শুটিং নিয়ে ব্যস্ততা তার কম নয়। এ সম্পর্কে মোনালিসা বলেন, এর মধ্যে বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজ করেছি। এগুলো হলো- জুবায়েরের পরিচালনায় ‘একটু ভালবাসা’, সঞ্জয়ের পরিচালনায় ‘ভণ্ডলুম’, কামরুজ্জামানের পরিচালনায় ‘রোমিওরা’। এছাড়া দিতি আপার একটি এক ঘণ্টার নাটকেও অভিনয় করেছি। এসবের বাইরে ধারাবাহিক নাটকেরও কাজ করেছি কয়েকটি। এগুলো হলো- আশরাফি মিঠুর পরিচালনায় ‘ভাল থেকো ফুল মিষ্টি বকুল’ এবং সকাল আহমেদের পরিচালনায় পুরান ঢাকার গল্প নিয়ে একটি নাটক। দীপঙ্কর দীপনের নতুন শুরু হতে যাওয়া একটি ধারাবাহিক নাটকের কাজ করার ব্যাপারে কথা চলছে। তিনি বলেন, আমার অভিনীত কোন নাটক এখন প্রচার চলছে না কোন টিভি চ্যানেলে আর নতুন কোন ধারাবাহিক নাটকেও অভিনয় করছি না। একই সেট, কাহিনী একই আর প্রায় একই ধরনের চরিত্র ভাল লাগে না। এজন্য ধারাবাহিক নাটক নিয়মিত করছি না। মডেলিং সম্পর্কে বলেন, আপাতত বন্ধ। তবে কয়েকটি কোম্পানির সঙ্গে কথাবার্তা চলছে। ব্যাটে বলে মিললে করতে পারি। নাচের শিল্পী মোনালিসার কি খবর জানতে চাইলে তিনি বলেন, পড়ালেখা ও অভিনয়ের কারণে নাচের কোন আয়োজনে সময় দিতে পারছি না। তবে ব্যস্ততা কমলে সময় দিবো।

No comments:

Post a Comment