12 September 2011

তাহসানের সুরে মিথিলার অ্যালবাম


আগামী ঈদুল আজহায় প্রকাশিত হচ্ছে মিথিলা ফারজানার প্রথম একক অ্যালবাম। এরই মধ্যে অ্যালবামটির কাজ শুরু হয়েছে। এই অ্যালবামে মোট ১০টি গান থাকবে। সবকটি গানের সুর ও সংগীতায়োজন করছেন তাহসান। মেলোডি ও রোমান্টিকসহ বিভিন্ন ধরনের গান থাকবে এই অ্যালবামে। এককের পাশাপাশি বেশ কয়েকটি দ্বৈতগানও স্থান পাবে এতে। অ্যালবামের কয়েকটি গানের কথা লিখেছেন মিথিলা এবং তাহসান। এ প্রসঙ্গে মিথিলা জানিয়েছেন, 'ইচ্ছে ছিল একক অ্যালবাম করার। কাজের ব্যস্ততায় এতদিন সেটা হয়ে ওঠেনি। এখন একটু অবসর পেয়েছি, এজন্য ধীরে ধীরে কাজ শুরু করছি।' মিথিলার নতুন অ্যালবাম সম্পর্কে তাহসান জানিয়েছেন, 'মিথিলার অ্যালবামের কাজে হাত দিয়েছি। ট্র্যাক তৈরি করা শুরু করেছি ইতোমধ্যেই। হয়তো খুব শীঘ্রই গানগুলোতে কণ্ঠ দেবে মিথিলা।' উল্লেখ্য, তাহসানের প্রতিটি একক অ্যালবামেই একটি করে গান গেয়েছেন তার সহধর্মিণী মিথিলা। সেগুলোর মধ্যে রোদেলা দুপুরে, পাগলা ঘুড়ি এবং ঘুমখোয়ারে গানগুলো বেশ প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। কিছুদিন আগেই প্রকাশিত তাহসানের সর্বশেষ একক অ্যালবাম 'প্রত্যাবর্তন'-এ 'কিছু কথা' শিরোনামের গানটি গেয়েছেন মিথিলা।

No comments:

Post a Comment