20 September 2011

পপির বোন খেয়ালির চলচ্চিত্রে অভিষেক


আগামী ২৩শে সেপ্টেম্বর পরিচালক রাজু আহমেদের প্রথম চলচ্চিত্র ‘ভুল’ মুক্তি পাবে। এর মধ্য দিয়ে চলচ্চিত্রাভিনেত্রী পপির ছোট বোন খেয়ালি আত্মপ্রকাশ করবেন বড়পর্দায়। প্রথম ছবিতেই অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন খেয়ালি। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার বোন পপি আর মায়ের অনুপ্রেরণায় আমি মিডিয়ায় কাজ শুরু করি। তবে পেশাগতভাবে কাজ করবো-এমনটি এখনও ভাবিনি। ‘ভুল’ ছবিটির গল্প দেখে আমার এতোটাই ভাল লেগেছে যে, পরিকল্পনা ছাড়াই বড়পর্দায় হাজির হয়ে গেলাম। এখন দর্শক যদি আমাকে গ্রহণ করেন তাহলেই নিয়মিত কাজ করবো। যদিও মিডিয়ায় খেয়ালির এটা প্রথম কাজ নয়। প্রায় তিন বছর আগে থেকে তিনি মাঝেমধ্যে নাটকে কাজ করেছেন। ভুল ছবিতে খেয়ালি ছাড়া আরও অভিনয় করেছেন ডলি জহুর, মাসুম আজিজ, সিমলা, অঞ্জনা, আঁখি, মেহরান, রাসেল, প্রমুখ।

No comments:

Post a Comment