অভিনেত্রী-নির্মাতা শমী কায়সার অনেকদিন ধরে টিভি নাটকে অভিনয় করেন না। গত
রোজার ঈদে কবি হেলাল হাফিজের সঙ্গে সময় টিভির "দু'জনে" অনুষ্ঠানে দেখা গেছে
তাকে। এবার নতুন একটি নাটকের গল্প ভেবেছেন শমী। তার গল্প ভাবনায় 'জীবন
রঙের ঘ্রাণ' নামের নাটকটির নাট্যরূপ দিয়েছেন গোলাম রাব্বানী। এটি মূলত একটি
পরিবারের গল্প। নঈম ইমতিয়াজ নেয়ামহৃলের পরিচালনায় গত ১২ ও ১৩ অক্টোবর এর
চিত্রায়ন হয়েছে। আগামী ১৯ অক্টোবর তৃতীয় দিনের কাজ হবে। আগামী ঈদে চ্যানেলে
টোয়েন্টি ফোরে প্রচার হবে এটি।
'জীবন রঙের ঘ্রাণ'-এর গল্প ভাই ইমতিয়াজ ও বোন ইরাকে ঘিরে। এক সময় ইমতিয়াজের সহধর্মিণী হয়ে ঘরে আসে আলিফা। এরপর শুরু হয় একটি পরিবারে ছোট ছোট নানান সমস্যা। নাটকে ইরা চরিত্রে রিচি সোলায়মান, ইমতিয়াজের স্ত্রী আলিফা চরিত্রে তানিয়া হোসাইন আর ইমতিয়াজ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
নাটকটি প্রসঙ্গে শমী কায়সার বলেন, 'আসলে গল্পের আউটলাইন আমি দাঁড় করিয়ে দিয়েছি। বাকি কাজটুকু করেছেন নাট্যকার গোলাম রাব্বানী। আমার প্রযোজনা সংস্থা ধানসিঁড়ি থেকেই এটি তৈরি হয়েছে।'
'জীবন রঙের ঘ্রাণ'-এর গল্প ভাই ইমতিয়াজ ও বোন ইরাকে ঘিরে। এক সময় ইমতিয়াজের সহধর্মিণী হয়ে ঘরে আসে আলিফা। এরপর শুরু হয় একটি পরিবারে ছোট ছোট নানান সমস্যা। নাটকে ইরা চরিত্রে রিচি সোলায়মান, ইমতিয়াজের স্ত্রী আলিফা চরিত্রে তানিয়া হোসাইন আর ইমতিয়াজ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।
নাটকটি প্রসঙ্গে শমী কায়সার বলেন, 'আসলে গল্পের আউটলাইন আমি দাঁড় করিয়ে দিয়েছি। বাকি কাজটুকু করেছেন নাট্যকার গোলাম রাব্বানী। আমার প্রযোজনা সংস্থা ধানসিঁড়ি থেকেই এটি তৈরি হয়েছে।'
No comments:
Post a Comment